ইমু অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগে আপনাকে জানতে হবে ইমু হ্যাক করে কিভাবে।
কেউ কল করলে কিংবা কোন বিদেশী নাম্বার থেকে কল আসলে কখনোই ইমু হ্যাক হবে না। ইমু নাম্বার হ্যাক করতে হলে হ্যাকারকে আপনার OTP নাম্বার লাগবেই। হোক সেটা আপনার থেকে ফোন করে নিবে অথবা আশেপাশের কেউ নিবে।
যাই হোক, আপনার ইমু নাম্বার যদি হেক হয়ে যায়, তাহলে তাৎক্ষণিক এই কাজ গুলো করুনঃ
১. আপনার ইমু অ্যাপে প্রবেশ করে ইমু সেটিংসে যান।
২. সেটিংস থেকে Manage Devices এ ক্লিক করুন।
৩. এবার Multi-Device অপশানটি অফ করে দিন। তাহলে আপনার ফোন ব্যতিত অন্য কারো ফোনে ইমু লগিন থাকলে, সেগুলো রিমুভ হয়ে যাবে। তাছাড়া কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টি লগিন করা আছে, সেগুলো দেখতে পারবেন এখান থেকে।
ইমু হ্যাক থেকে বাঁচার উপায় কি?
১. কেউ ফোন করে লোভ দেখিয়ে কোন কোড দিতে বললে দিবেন না।
২. আপনার আশেপাশে যারা থাকে, তারা চাইলে সহজেই আপনার ফোন ব্যবহার করতে পারে। তাদের মধ্যেও অনেকে OTP নিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তাই নিজের ফোন সবসময় লক করে রাখবেন।
আবার লক করে রাখলেও সিম খুলে অন্য ফোনে লাগিয়ে OTP নিতে পারে। তাই সিমেও PIN লক করে রাখবেন। তাহলে হ্যাক হবার কোন ভয় থাকবে না।
৩. সবসময় সতর্ক থাকবেন। যাতে কেউ আপনার সিম বা ফোনের অপব্যবহার করতে না পারে।