রবি টু রবি ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে ডায়াল করুন *140*6*1# এবং পরবর্তী নির্দেশনা গুলো ফলো করুন।
অথবা ম্যাসেজে গিয়ে টাকার পরিমাণ লিখে, যে নাম্বারে টাকা পাঠাবেন, সেই নাম্বারের আগে 1212 লিখে সেন্ড করে দিন।
যেমনঃ ম্যাসেজে গিয়ে 50 লিখে 121201819400400 এই নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন। এখনে 50 হচ্ছে টাকার পরিমাণ এবং 01819400400 হচ্ছে যাকে পাঠাবেন তার নাম্বার।
তবে *140*6*1# ডায়াল করে টাকা পাঠালেই বেশি সুবিধা হবে। এতে বুঝতে সুবিধা হবে এবং পিন নাম্বারটিও সহজে পেয়ে যাবেন। আপনি রবি অ্যাপ থেকে টাকা ট্রান্সফারের কাজটি করতে পারেন।
রবি টাকা ট্রান্সফার করতে গেলে যে শর্তগুলো প্রযোজ্যঃ
১. টাকা পাঠানোর সময় আপনার থেকে ২ টাকা + ভ্যাট এবং যাকে পাঠাবেন তার থেকে ২ টাকা + ভ্যাট কাটা হবে।
২. একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন এবং একবারে সর্বোচ্চ ৩০০ টাকা পাঠানো যাবে।
৩. সর্বনিন্ম ৫ টাকা থেকে মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।