তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, সময় এবং ফজিলত জেনে নিন

ফরজ নামাজের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এটি রাসূল (সাঃ) অত্যন্ত পছন্দের একটি আমল ছিল। তিনি সর্বদা এই সালাত আদায় করতেন এবং সাহাবীদের পড়ার জন্য উৎসাহ দিতেন।

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, সময় এবং ফজিলত জেনে নিন

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

তাহাজ্জুদের সালাত পড়ার নিয়ম অন্যান্য নামাজের মতই। এতে আলাদা কোন বিশেষ নিয়ম নেই।

তবে যতটা সম্ভব মনোযোগের সাথে ধীরে সুস্থে পড়ার চেষ্টা করবেন। তাহলে তাহাজ্জুদ নামাজের আসল উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ।

এই সালাতের নিয়তও অন্যান্য সালাতের মতই করতে হবে। মনে মনে বলতে হবে, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করছি বলেই, আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হবে।

তাহাজ্জুদের নামাজ কত রাকাত এ প্রসঙ্গে বলা যায়, এই নামাজ ২ রাকাত করে ১২ রাকাত পর্যন্ত পড়া যায়।

তবে রাসূল (সাঃ) সর্বদা ৮ রাকাত আদায় করতেন। তারপরেই বিতরের সালাত আদায় করতেন। তাই এই বিশেষ নামাজ ৮ রাকাত পড়াই উত্তম। তবে একেবারে পড়তে না পারলে, ২ রাকাত হলেও পড়া উচিৎ।

আরো পড়ুনঃ পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের আমল

নামাজ শেষ হলে, যথারীতি তাসবিহ এবং দুরূদ পাঠ করে আল্লাহ কাছে দুই হাত তুলে মন খুলে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আপনার মনের ব্যাথা গুলো মহান আল্লাহ তা’আলার কাছে আকুতি-মিনুতি করে বলতে হবে।

তাহলে আশা করা যায়, এই সালাতের উছিলায় মহান আল্লাহ পাক আপনার মনের আশা গুলো পূরণ দিবেন ইনশাআল্লাহ!

তাহাজ্জুদ নামাজের সঠিক সময়

তাহাজ্জুদ নামাজ পড়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ ভাগ অর্থ্যা সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। চাইলে রাতের মধ্যভাগে অথবা ইশার নামাজের পরও পড়াব যাবে। তবে রাতের শেষ তৃতীয়াংশটাই তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময়।

যদি কেউ তাহাজ্জুদ নামাজের নিয়ত করে, তাহলে সেদিন সে শুধু ইশার নামাজ পড়বে এবং তাহাজ্জুদ সালাতের পর বিতর সালাত পড়বে।

আরো পড়ুনঃ মেসওয়াক করার ফজিলত

তাহাজ্জুদ নামাজের ফজিলত

ফরজ নামাজের পর যদি কোন নফল নামাজ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হয়, তবে সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ।

রাসূল (সাঃ) নিজে এই নামাজ খুব পছন্দ করতেন এবং সাহাবীদের পড়ার ব্যাপারে বেশি বেশি উৎসাহ দিতেন।

এই সালাতের উসিলায় আল্লাহ তা’আলা আমাদের যেকোন সমস্যা সমাধান মূহূর্তের মধ্যে করে দিতে পারেন। তাই এই নামাজকে আমাদের উচিৎ ফরজের মত গুরুত্ব দেয়া।